Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

সুস্থ, তবে বিপ’দমুক্ত নন কবীর সুমন

কবীর সুমন | ছবি: সংগৃহীত

২৯ জানুয়ারি শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী কবীর সুমন। সম্পূর্ণ সুস্থ না হলেও অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

শিল্পীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছেন, “কবীর সুমনের অক্সিজেন স্যাচুরেশনও এখন স্বাভাবিক হলেও ফুসফুসের সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রজনিত সমস্যা এখনও বিদ্যমান। তাই এখনো অক্সিজেনের সাপোর্টেই রাখা হয়েছে তাকে।”

হাসপাতাল কতৃপক্ষ আরও জানান, “রবিবার (৩০ জানুয়ারি) হাসপাতালের বিছানায় শুয়ে চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার করেছিলেন শিল্পী। তার সেই আবদার রেখে তাকে স্যান্ডউইচ সরবরাহ করা হয়েছে বেডেই।”

হাসপাতালে কিছুটা সুস্থ বোধ করতেই, ভক্তদের আপডেট দেন সংগীতশিল্পী নিজেই। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠব। চিন্তা করবেন না।”

উল্লেখ্য, জনপ্রিয় এই গানওয়ালা ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন। পশ্চিমবঙ্গের শিল্পী হলেও বাংলাদেশে তার জনপ্রিয়তা অনেক। তিনিও একইভাবে পছন্দ করেন তার বাংলাদেশি ভক্তদের। ২০২২ সালে ঢাকায় আয়োজন করা হয়েছিল ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ শিরোনামে গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেও ২০২২ সালেই ঢাকা সফর করেন সংগীতশিল্পী কবীর সুমন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেক্ষাগৃহের পর চরকিতে প্রিয়ন্তীর বিয়ে!  

৮ নভেম্বর প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়েতে যারা যুক্ত হতে পারেননি তাদের জন্য সুখবর।…

সকাল সকাল শিক্ষার্থীদের একরাশ ভালোবাসা পেলেন পরী

নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্তমানে বরিশাল নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। আর সেখানেই…
0
Share