প্রকাশিত হতে যাচ্ছে সংগীতশিল্পী সুনিধি নায়েকের প্রথম মৌলিক গানের অ্যালবামের প্রথম গান- ‘আড়ালে’।
অনেকদিন থেকে সুনিধি কাজ করছিলেন নিজের প্রথম মৌলিক গানের অ্যালবাম নিয়ে। অ্যালবামটির জন্য তিনি নাকি প্রস্তুত করেছেন পাঁচটি গান। গানগুলো নিয়ে নির্মিত হচ্ছে ‘আড়ালে’ নামের অ্যালবাম। আর অ্যালবামের নামেই প্রথম গানটি। যা মুক্তি পাবে ২ ফেব্রুয়ারি।
সুনিধি জানান, “অনেক বছর ধরে ইচ্ছা ছিল নিজের মৌলিক গানের অ্যালবাম করার। আমি ইতিমধ্যে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম রেডি করে রেখেছি। কিন্তু চেয়েছিলাম প্রথম অ্যালবামটি মৌলিক গান নিয়ে করতে। সে কারণে অপেক্ষা করেছি। আড়ালে অ্যালবামের প্রতিটি গান তৈরির অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। দেড় বছর ধরে আড়ালে অ্যালবাম নিয়ে কাজ করছি আমরা। অ্যালবামে পাঁচটি গান পাঁচ রকমের হয়েছে। যে সময়ের মধ্য দিয়ে আমার জীবনযাপন, সে সময়টাকে গানের মধ্য দিয়ে ধরতে চেয়েছি।”
আরও জানা গেছে, সুনিধির নিজস্ব ইউটিউব চ্যানেল, স্পটিফাই, আমাজন মিউজিক, অ্যাপল মিউজিক, আইটিউনসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে এই গান। প্রথম গান মুক্তির এক সপ্তাহ পরপর আসবে বাকি চারটি গান।
উল্লেখ্য যে, কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনটি গানের সুরও করেছেন সুনিধি। এছাড়া গান লেখা ও সংগীতায়োজনে যুক্ত ছিলেন এই শিল্পীর শান্তিনিকেতনের কয়েকজন বন্ধু।
প্রসঙ্গত, রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই বেশি জনপ্রিয় সুনিধি। ভারতের আসানসোলের মেয়ে হলেও, দুই বাংলাতেই তার পরিচিতি আছে। বাংলাদেশের সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের সাথে বিয়ে করার পর থেকে দেশীয় শ্রোতারা তাকে আরও আপন করে নিয়েছেন।