এবারের ঈদে কোন সিনেমা মুক্তি পায়নি ঢালীউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। সিনেমায় তিনি নেই কিন্তু তিনি আছেন সুখের ঠিকানায়। অভিনয় জগতের ব্যস্ততার আড়ালে দুনিয়া জয়ে বের হয়েছেন এই অভিনেত্রী। সঙ্গে আছেন মা-বাবা ও স্বামী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি দিয়েছেন বিদ্যা সিনহা মিম। তাতে দেখা যাচ্ছে মা-বাবা ও স্বামী সনি পোদ্দারকে নিয়ে থাইল্যান্ডে ঘুরছেন মিম। সেখান থেকেই ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্সটাগ্রামে ছবির ক্যাপশনে লিখেছেন ‘আমার সুখের ঠিকানা পেয়ে গেছি।’
থাইল্যান্ড সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত হলেও মিম গিয়েছেন পার্বত্য এলাকায়। ঘুরে বেড়াচ্ছেন চিয়াং মাইয়ের পাহাড় আর ঝরনায়। দারুণ প্রাকৃতিক পরিবেশে নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করে মিম লিখেছেন, ‘আমার সুখের ঠিকানা পেয়ে গেছি।’
এবারের ঈদে কোন সিনেমা মুক্তি না পেলেও ২০২২ সালে মিম অভিনীত সিনেমা ‘পরাণ’ ব্যাপকভাবে আলোচিত হয়। একই বছর আসে ‘দামাল’ সিনেমাটিও। ২০২৩ এ আসে দীপংকর দীপন পরিচালিত দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। তবে এরপর আর বড় পর্দায় দেখা যায়নি মিমকে।
তবে অভিনেত্রী জানিয়েছেন, বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন তিনি। শিগগিরই সেসব প্রকল্প নিয়ে জানা যাবে।
এর আগে ২০২৩ সালে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের জীবনী সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সরসারি অনুদানে নির্মিত সেই সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ অবশ্য এখনো মুক্তি পায়নি। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।