আজ (১ এপ্রিল) থেকে স্টার সিনেপ্লেক্সে চলছে ‘ক্রু’। সাফটা চুক্তির মাধ্যমে ‘ক্রু’ দিয়ে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করলো স্টার সিনেপ্লেক্স।
‘ক্রু’ মুক্তি প্রসঙ্গে সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিতে যাচ্ছি। এর মধ্য দিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশেও বলিউডের সিনেমা একইদিনে মুক্তি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দর্শকদের জন্য এটা নিশ্চয়ই একটা আনন্দের সংবাদ। আশা করি, দর্শকরা বিষয়টা উপভোগ করবেন। ‘ক্রু’ নিয়ে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নিয়ম অনুযায়ী ঈদ উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের সময় ‘ক্রু’-এর শো বন্ধ থাকবে।’
এয়ারহোস্টেস কঠিন জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ক্রু’-তে দেখা যাবে বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যাননকে। ২৯ মার্চ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলে ‘ক্রু’। এরই মধ্যে সিনেমায় আয় ছুঁয়েছে ৩০ কোটি রুপির ঘর।