অতীতে সালমান খানের নাম একাধিক অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছিল, যেমন ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জারিন খান এবং সঙ্গীতা বিজলানি। তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থায়ী হয়নি। একাধিক প্রেমের সম্পর্ক ভাঙার জন্য নিজেকেই দায়ী করেছেন সালমান।
অভিনয়জীবনের শুরুর দিকে, সালমান খান অভিনেত্রী জুহি চাওলাকে খুব পছন্দ করতেন এবং এক সময় তাকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু জুহি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
সালমানের মতো এক তারকাকে প্রত্যাখ্যান করা সহজ ছিল না, তবে জুহি তা করেছিলেন। যদিও তিনি সম্পর্ক ও প্রেম নিয়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন, সালমান ও জুহি একসঙ্গে একমাত্র সিনেমা ‘দিওয়ানা মাস্তানা’তে কাজ করেছিলেন। কিন্তু সেখানে সালমান ছিলেন ক্যামিও চরিত্রে, এবং তাদের একসঙ্গে কাজ করার সময় খুবই সীমিত ছিল। এরপর আর কোনো ছবিতে তারা একসঙ্গে কাজ করেননি।
জুহি, নাকি সালমানের সঙ্গে কাজ করতে চাননি। এমনকি দেখা হলে এমনভাবে তাকাতেন যেন তিনি সালমানকে চেনেনই না, এমন দাবি করেছেন সালমান নিজেই।
বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, “জুহি খুব মিষ্টি মেয়ে, তাকে আমি শ্রদ্ধা করি। আমি তো ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম ওর বাবার কাছে।” তবে জুহির বাবা সেই প্রস্তাব নাকচ করে দেন।
কেন জুহির বাবা সালমানের প্রস্তাব নাকচ করেছিলেন, তার জবাবও দিয়েছেন সালমান। তিনি জানান, “হয়তো আমি ওর চাহিদার সঙ্গে মানানসই ছিলাম না। জানি না, সে কী চেয়েছিল।”
বর্তমানে, জুহি চাওলা শিল্পপতি জয় মেটার সঙ্গে বিবাহিত এবং তাদের এক পুত্র ও এক কন্যা রয়েছে।