Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

সাবেক সরকার পক্ষের টাকার অফার ফিরিয়েছিলেন যিনি

ইরফান সাজ্জাদ | ছবি: ফেসবুক

নেট দুনিয়া যখন সরগরম ফাঁস হওয়া ‘আলো আসবেই’ গ্রুপের কথোপকথন নিয়ে, তখন এক অজানা ঘটনা তুলে ধরলেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

মূলত আওয়ামী লীগের সরকার আমলে নির্বাচনের আগে শিল্পীদের দিয়ে নানা ধরনের প্রচারণা চালাতো দলটি। সেই সূত্র ধরেই ৪ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে সাজ্জাদ একটি পোস্ট করেন।

পোস্টে ‘আলো আসবেই’ গ্রুপের কয়েকটি স্ক্রিন শট যুক্ত করে অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘গত নির্বাচনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আমাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব করা হয়েছিল। আমি সম্মানের সঙ্গে তাদের বলেছিলাম আমি কোন দলের পক্ষে সেটা যে দলই হোক আমি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করব না। কারণ কোনো দলকেই আমার যোগ্য মনে হয় না কখনো।’

সাজ্জাদ যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, একজন অভিনেতা, একজন গায়ক-গায়িকা, একজন পরিচালক; অতঃপর একজন শিল্পী সাধারণ মানুষের তৈরি। মানুষের জন্যই আমরা কাজ করি আর সেই মানুষরাই যখন গণহত্যার শিকার হচ্ছিলেন তখন যেসব শিল্পী এসব সমর্থন করছিলেন দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনারা না শিল্পী হতে পেরেছেন না মানুষ! আপনারা আমাদের অনেক সিনিয়র কিন্তু মানুষ হিসেবে আমাদের কাছ থেকে অনেক পিছিয়ে!’

সবশেষে অভিনেতা ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীদের উদ্দেশে লিখেছেন, ‘ধিক্কার জানাই আপনাদের। আমি জানি না এই গ্রুপে আর কে কে আছেন বা ছিলেন যারা গণহত্যা সমর্থন করেছেন তারাও সমান অপরাধী। এখন যতই ভালো সাজার চেষ্টা করেন কোনো লাভ নাই।’

উল্লেখ্য যে, ‘আলো আসবেই’ গ্রুপটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গড়ে ওঠা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপ্টটির ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো থেকে দেখা যায়, এখানকার শিল্পীরা আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলেছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নুহাশের সিনেমার জন্য বরাদ্দকৃত অর্থ বাতিল!

নির্মাতা নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ঘোষিত ৫০ লাখ টাকার…

প্রথমবারের সৌদি আরব ভ্রমণের অনুভূতি জানালেন জেমস

২০ নভেম্বর থেকে চলমান চারদিনব্যাপী রিয়াদে আয়োজিত গ্লোবাল হারমনির বাংলাদেশ উৎসবের তৃতীয় দিন, শুক্রবার প্রবাসী…
Exit mobile version