কাজের বাইরেই চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা বেশি হয়। পরিমনি সব সময় যেন নিউজ আইটেম। ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনাটা হয় বেশি। পরীমনি প্রেম করছেন তরুণ গায়ক শেখ সাদীর সাথে এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। তাদের একসঙ্গে ঘোরাঘুরি এমনকি শেখ সাদীর গাওয়া গান পরীমনি তার ফেসবুক পেজে শেয়ার করছেন।
গত সোমবার ‘মনে নাই দয়া’ নামে শেখ সাদীর গাওয়া নতুন গান এসেছে। গানটি পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে এক শব্দের একটি ক্যাপশন দিয়েছেন।
গান নিয়ে পরীমনির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। এমন মন্তব্যে পরীমনিও চুপ থাকেননি। কিছুক্ষণ পরই উত্তরে পরীমনি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব’। পরীমনির উত্তরে অনেকেই তাদের রিঅ্যাকশন দিয়েছেন।
পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, ‘লাল লাগবে আমার’।
ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন। এ মাসের শুরুতে সাদী প্রকাশ করেন ‘কুফা’ গানটি। সেই গানের জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি। লিখেছিলেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে। শেখ সাদী সম্প্রতি পরীমনির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন।