দীর্ঘ ৭ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। যদিও অ্যালবামের নাম ও মুক্তির তারিখ এখনও জানা যায়নি তবে নতুন এই অ্যালবামে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভাঙা আয়না’, ‘ঘোর’সহ থাকবে মোট ১০টি গান।
নতুন অ্যালবাম প্রকাশে এত দেরি প্রসঙ্গে নেমেসিস ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা কিছুটা সময় নিয়েই একটা অ্যালবাম বা গান করি, যেন মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি।’
একটু ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে, লাইভ পারফরম্যান্সের একটা চাপ থাকে। এ ছাড়া নতুন গানের ক্ষেত্রে নিজেদের গান নিজেরাই লেখা, সেটা সুর করা, তারপর সংগীতায়োজন—সব মিলিয়ে প্রচুর কাজ। লিড গিটারিস্ট সুরের ওপর তার উপযুক্ত নোটগুলো তোলে, জোহাদ একটা থিম ধরে লিরিক লেখে। এই জিনিসগুলো আসলে একটু সময়ের ব্যাপার। এরমধ্যে আমরা আরও কিছু গানও মুক্তি দিয়েছি। আগে যেটা হতো মানুষ অডিও শুনতো, এখন তো ভিজ্যুয়ালও দেখতে চায়। একটা গানকে তাই সেভাবেই প্রস্তুত করতে হয়।’
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডটির ‘গণজোয়ার’ নামের একটি অ্যালবাম। এর শিরোনাম সংগীতসহ ‘তুমি, আমি ও ভোর’, ‘তোমার কথা শুনে’, ‘স্বপ্নসুর’, ‘জানালা’ প্রভৃতি গানগুলো হয়েছে শ্রোতানন্দিত। গেল জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনেও এই অ্যালবামের গানগুলো বেশ সাড়া ফেলেছিল।