১৬ জানুয়ারি প্রথম প্রহরে নিজ বাড়িতে ভয়াবহ হামলার শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অভিনেতার শরীর থেকে পাওয়া গেছে ৩ ইঞ্চির ধারালো বস্তু। বর্তমানে কেবিনে শিফট করা হয়েছে তাকে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও।
লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ!