Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

সাংবাদিকরা সেরার পুরস্কার দিল চরকিকে

পুরস্কার গ্রহণ করছেন রেদওয়ান রনি | ছবি: চরকি

২৮ ডিসেম্বর রাতে রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ’ (সিজেএফবি) অ্যাওয়ার্ডের ২৩ তম আসরে চরকি অরিজিনালের সিনেমা-সিরিজ ছিল সেরার সেরা।

জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’ (সিজেএফবি) আয়োজিত এই অ্যাওয়ার্ডের আসরে চরকি অরিজিনাল ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমা পেয়েছে সেরা ওয়েব সিনেমার পুরস্কার এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ পেয়েছে সেরা সিরিজের পুরস্কার। চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য সেরা সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন (যৌথভাবে) তানজিব সারোয়ার।  

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ওয়েবফিল্ম পোস্টার | ছবি: চরকি

মঞ্চে সেরা ওয়েব সিনেমার পুরস্কার নেন রেদওয়ান রনি এবং নুসরাত ইমরোজ তিশা। সেরা সিরিজের পুরস্কার ওঠে নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনির হাতে।

পুরস্কার প্রপ্তির প্রতিক্রিয়ায় রেদওয়ান রনি বলেন, ’সাংবাদিকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন। তারা আমাদের খবর দর্শকের কাছে পৌঁছে দেন পেশাদারিত্বের সাথে। তারা যখন আমাদের পুরস্কৃত করেন তখন বুঝতে পারি আমাদের নির্মাণ দর্শকদের ভালো লেগেছে। বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিতে পারস্পরিক এই উৎসাহমূলক আয়োজন অটুট থাকবে সবসময়।’

সংগীত, চলচ্চিত্র টেলিভিশন ও ওটিটি মাধ্যমে ২০২৩ সালে প্রকাশিত কনটেন্টের বিভিন্ন বিভাগে দেয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ পোস্টার | ছবি: চরকি

এবারের আয়োজনে বরেণ্য সাংবাদিক-উপস্থাপক শফিক রেহমানকে দেয়া হয় আজীবন সম্মাননা। সংগীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পান কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাংবাদিক ফাহিম আহমেদ ও অভিনয়শিল্পী জয়া আহসান।

উল্লেখ্য, অ্যাওয়ার্ড আয়োজনটির উপস্থাপনায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও এফএস নাঈম। (সিজেএফবি) অ্যাওয়ার্ডের ২৩ তম আসরে গান পরিবেশন করেন বেবী নাজনীন, তানজিব সারোয়ার। নৃত্য পরিবেশনায় ছিলেন পরীমণি, অর্চিতা স্পর্শিয়া, তানজিন তিশাসহ অনেকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share