অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে অভিযোগ আনার মাত্র দুই দিনের মাথায় ট্যালিপ্যাব (টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং অভিনয়শিল্পী সংঘের যৌথ উদ্যোগে মীমাংসা হলো ইস্যুটি।
জানা গেছে, অভিনয় শিল্পী সংঘের অফিসে দুই পক্ষের উপস্থিতিতে ১৬ মার্চ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে তারা সিদ্ধান্তে আসেন- অপূর্বর বিরুদ্ধে আনিত অভিযোগ অর্থ আত্মসাৎ নয়, বরং চুক্তি বিষয়ক জটিলতা। এ বিষয়ক একটি লিখিত বিবৃতিও স্বাক্ষরিত হয় বৈঠকে। এই লিখিত বিবৃতির স্বাক্ষরিত কপি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন খোদ আলফা আই স্টুডিওস-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। অভিনেতা অপূর্ব নিজেও তা পোস্ট করেছেন তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
কপিটি ছাড়াও অপূর্ব-শাকিল আরও দুইটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে অপূর্বর সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় ফ্রেমবন্দী হয়েছেন শাকিল। আর অন্য ছবিতে তাদের দুজনের পাশাপাশি দেখা যাচ্ছে টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানকে। বিবৃতিতে ফ্রেমবন্দী হওয়া এই ছয়জনেই স্বাক্ষর করেছেন।
বৈঠক শেষে তারা একমত হন যে, পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে।
আর লিখিত বিবৃতিতে উল্লেখ করা আছে, সম্প্রতি অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস এর মধ্যকার সংঘটিত কাজের চুক্তি বিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে উভয় পক্ষই প্রডিউসারস অ্যাসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর কাছে অভিযোগ প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে শনিবার (১৬ মার্চ) টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে দু’পক্ষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবার কাছে এটাই প্রতীয়মান হয় যে, চুক্তি মোতাবেক উভয় পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেননি। চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন। এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করবার বিষয়ে একমত হয়েছেন। সেক্ষেত্রে অভিনয়শিল্পী অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ দেয়া হয়েছে, তা উভয়পক্ষ সমন্বয় করে নেবেন।
এরপরই দুই সংগঠনের লিখিত বিবৃতিতে বলা হয়, উদ্ভুত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাৎ নয়, এটা চুক্তি বিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে। উদ্ভুত পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা হয়েছে তা উভয় পক্ষের জন্যই বিব্রতকর এবং অপ্রত্যাশিত।
প্রসঙ্গত, এর আগে অপূর্বর নামে অর্থ আত্মসাৎ ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ৩ মার্চ লিগ্যাল নোটিশ পাঠায় আলফা আই। পরবর্তীতে ১১ মার্চ লিখিত অভিযোগ দেয় অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাবে।