অবশেষে এক ফ্রেমে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। গত ২৪ ফেব্রুয়ারী সঞ্জয় লীলা ভন্সালীর জন্মদিন উপলক্ষে একসঙ্গে দেখা গেল ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির এই তারকা ত্রয়ীকে। শুধু জন্মদিন নয়, আরও দুটি বিশেষ উপলক্ষ্যও উদযাপন হল এই মিলনমেলায়। আলিয়া ভাট অভিনীত ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াডি’ ছবির তিন বছর পূর্তি এবং ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাওয়া’ ছবির সাম্প্রতিক সাফল্যও উদযাপন করা হয়।
আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্তের ছবিগুলি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জয় লীলা ভন্সালী, রণবীর কাপুর ও ভিকি কৌশল একসঙ্গে বসে আছেন, আর আলিয়া তাদের পেছনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন। সামনে রাখা জন্মদিনের কেক যাতে লেখা ‘হ্যাপি বার্থডে সঞ্জয়’। অন্য ছবিতে, ভিকি কৌশলকে ‘ছাওয়া’ ছবির সাফল্যের কেক কাটতেও দেখা যায়।
আলিয়া ক্যাপশনে লেখেন, ‘আমাদের পরিচালকের জন্মদিন উদযাপন করতে রাতের শুটিং থেকে একটু বিরতি। শুভ জন্মদিন ম্যাজিশিয়ান (এবং আমাদের গাঙ্গুরও তিন বছর পূর্ণ হল)।’ ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবির সাফল্যের ভূয়সী প্রশংসাও করেন তিনি। নেটিজেনরা এই তারকাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত সাথে অনেকেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাবে সিনেমাটি।