Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ৬, ২০২৫

শুল্কের ঘোষণায় ২০০০ কোটি ডলার হারাল নেটফ্লিক্স

সম্প্রতি বিদেশে নির্মিত সিনেমার ওপর ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর একদিনে ২ হাজার কোটি ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

সোমবার ৫ মার্চ, সকালে নেটফ্লিক্সের শেয়ার দর পড়ে যায় ৪ শতাংশ, যা এক মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ দরপতন। তবে, দিন শেষে নেটফ্লিক্সের শেয়ারের দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। দিন শেষে শেয়ারের দর দাঁড়ায় ১ হাজার ১৩৪ ডলার, অর্থাৎ সেসময় নেটফ্লিক্সের দর হারানোর পরিমাণ হয় ১ দশমিক ৯ শতাংশ।

মার্কিন বিজনেজ ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়—হোয়াইট হাউস মুখপাত্রের এমন তথ্যের পরই কিছুটা বেড়েছে নেটফ্লিক্সের শেয়ারদর। শুধু নেটফ্লিক্স নয়, ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণার পর অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেমন—ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি, প্যারামাউন্ট ও কমকাস্টের শেয়ারও পড়ে যায়। তবে সবচেয়ে বেশি পতন হয় নেটফ্লিক্সের দরে। সোমবার সকালেই তাদের বাজারমূল্য কমে যায় ২০ দশমিক ৪ বিলিয়ন (২ হাজার কোটির বেশি) ডলার, যা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মোট বাজারমূল্যের প্রায় সমান। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বর্তমান বাজারমূল্য ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার।

সিনেমা এক ধরনের পরিষেবা—যেটির ওপর শুল্ক বসানো অনেক জটিল ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, বিদেশে বানানো সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু এটি কেবল সিনেমার ওপর হবে, নাকি সিরিজ, ভিজ্যুয়াল ইফেক্টস, বা যৌথ প্রযোজনার ওপরও আরোপ করা হবে—তা কেউ জানে না। ফলে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নেটফ্লিক্স তাদের অর্ধেকের বেশি বাজেট খরচ করে বিদেশে বানানো কনটেন্টে। এমনকি যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় দুটি শো ‘ব্রিজারটন’ আর ‘স্কুইড গেম’ দুটিই তৈরি হয়েছে বিদেশে। তাদের ৭০ শতাংশ দর্শকও যুক্তরাষ্ট্রের বাইরের।

ট্রাম্পের ঘোষণার আগে পর্যন্ত নেটফ্লিক্স ছিল সবচেয়ে নির্ভরযোগ্য শেয়ারগুলোর একটি। ব্যাঙ্ক অব আমেরিকা পর্যন্ত বলেছিল, ‘এই অনিশ্চয়তার মধ্যে নেটফ্লিক্স অন্তত একটু হলেও স্থিতিশীল।’ চলতি বছর এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দর বেড়েছে ৩০ শতাংশ। যেখানে ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ার দর বেড়েছে মাত্র ২ শতাংশ এবং আমাজন, অ্যাপল আর গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার থেকে বিনিয়োগকারীরা লাভ করতে পারেননি, বরং বড় ধরনের লোকসান হয়েছে—আমাজনের শেয়ার দর কমেছে ১৩ শতাংশ, অ্যাপলের কমেছে ১৮ শতাংশ এবং অ্যালফাবেটের কমেছে ১৩ শতাংশ। এবার হলিউডকে ট্রাম্পের বড় ধাক্কা, বিদেশে শুটিং করলে শুল্ক ১০০ শতাংশ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহরুখ থেকে দুয়া লিপা, যারা ছিলেন মেট গালায়  

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের অস্কারখ্যাত জমকালো আয়োজন মেট…

‘বেবি বাম্প’ নিয়ে মেট গালায় হাঁটলেন কিয়ারা আদভানি

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা।…

চলছে তারকাদের ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি

টেলিভিশন তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ শুরু হয়েছে। সোমবার ৫ মে বিকেল ৪টায় বসুন্ধরা…
0
Share