২৯ ফেব্রুয়ারি, জীবনের ৭৬ বসন্তে পদার্পণ করলেন দেশের খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্ম এই খ্যাতিমান অভিনেতার। লিপ ইয়ারে জন্ম নেওয়ায় নিজের ৭৬ বছরের জীবনে ১৯তম বারের মত জন্মদিন পালনের সুযোগ পেলেন মামুনুর রশীদ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব। তার রচিত উল্লেখযোগ্য কিছু মঞ্চনাটক গুলো, ‘টার্গেট প্লাটুন’, ‘ইবলিশ’, ‘গন্ধর্ব নগরী’ ইত্যাদি।
বাংলা সিনেমা গুলোতেও রেখেছেন তার ছাপ। কাজ করেছেন ‘মনপুরা’, ‘শঙ্খচিল’, ‘গোর’, ‘দেশান্তর’, ‘১৯৭১ সেই সব দিন’ ইত্যাদি।