Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

শিল্পী বাপ্পা মজুমদারের বাসায় আগুন

আজ বৃহস্পতিবার সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারসহ অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এই শিল্পী জানান।

জানা গেছে, শর্ট সার্কিট থেকে বাসাটির তৃতীয় তলায় আগুন লাগে। এ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখি। আগুনের আঁচ এসে মুখে লাগে। ঘাবড়ে যাই, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।

এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা। পাশের শাহান কবন্ধের বাসায় আশ্রয় নিই। বনানীর সেই বাসাটির চতুর্থ তলায় থাকেন বাপ্পা মজুমদার।

তিনি জানান, প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারা সবাই বাসায় দম বন্ধ অবস্থায় ছিলেন। পরে ফায়ার সার্ভিস এসে বাকি সবাইকে উদ্ধার করেন। বাপ্পা মজুমদার বলেন, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি।

আমাদের বাসার নিচতলায় শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছিল বলে জেনেছি। পুরো বাসা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। ৩০-৪০ মিনিট আমরা সবাই তো বাসার ভিতরে দমবন্ধ অবস্থায় ছিলাম। কোনোভাবে বের হতে পারছিলাম না। পরে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম যেন খোলা বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পারি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসার সবাইকে উদ্ধার করেন, বাইরে বের করে নিয়ে আসেন।

তিনি আরো বলেন, আপাতত আমরা সবাই ঠিক আছি। আমাদের পরিবার কিংবা সেই বাসার কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমনভাবে। কেউ আহত হননি। বলতে পারেন, ভয়ংকর বাঁচা বেঁচে গেছি। যেকোনো কিছু একটা ঘটে যেতে পারতো।

বাপ্পা জানান, ঘটনাটা ভোরের, তাই ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছে, আর এ জন্য হয়তো বড় কোনো অঘটন ঘটেনি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ট্র্যাজিক কুইন’ মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা আদভানী!

বেশকিছু দিন আগে মা হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেকারণে সাময়িক বিরতি নিয়েছেন কাজ থেকে, সময়…

নোয়াখালিতে ব্যাচেলর পয়েন্টের শিমুলের নির্বাচনী পোস্টার

দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট যার পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। পরিচালকের মুন্সিয়ানায় এই…
Exit mobile version