Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১৬, ২০২৫

শিল্পীদের ‘জাগো বাহে কোনঠে সবাই’

শিল্পীদের ‘জাগো বাহে কোনঠে সবাই’ । ছবি: চিত্রালী

শুক্রবার সকাল ১১টায় ‘জাগো বাহে কোনঠে সবাই’ শ্লোগানে সংসদ ভবনের সামনে এক হয় শিল্পীদের অনেকেই।

তাদের আহ্বান ছিল এমন, “থিয়েটার, আবৃত্তি, নাচ, গান, চিত্রশিল্প, মূকাভিনয়, এবং সংস্কৃতির সব শাখার বন্ধুদের জন্য হাঁক ‘জাগো বাহে কোনঠে সবাই?’ শুক্রবার ১৯ জুলাই সকাল ১১টায় সংসদ ভবনের সামনে বুক টানটান করে দাঁড়াবো আমরা। সা’ঈ’দের মত। আমরা মানে, আপনি, আমি এবং সকলে। সংস্কৃতিকর্মীদের আসবার আহ্বান জানাচ্ছি। কালো টি-শার্ট পরে চলে আসুন। পারলে লিখে আনুন ‘আমিই সা’ঈ’দ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’। চলুন হাত ধরি এবং শিক্ষার্থীদের জানাই যে আমরা সবাই মরে যাইনি। আমাদের নিজেদের অবস্থানও পরিষ্কার করি। শিক্ষার্থী হ’ত্যা’কাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলি। সময় মানুষকে মনে রাখে। সময়ের ডাক শুনতে হয়। না হলে নিজেকে ক্ষমা করা যাবে না।”

অভিনয়শিল্পী মনোয়ার, লেখক রাসেল মাহমুদসহ অনেকেই একযোগে এই পোস্ট করেন বৃহস্পতিবার ইন্টারনেট ব্ল্যাকআউটের আগেই।

শুক্রবার সকালে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ঘণ্টা খানেক থাকেন শিল্পীরা। উপস্থিত ছিলেন নাজনীন জাহান চুমকি, ইমতিয়াজ বর্ষণ, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, শঙ্খ দাসগুপ্ত, সাফা কবির, সাবরিনা আইরিন, খাইরুল বাশারসহ অনেকেই। লেখক, কবি নির্বিশেষে রক হয়েছিলেন সবাই। সামিও শীশ, আলতাফ শাহনেওয়াজ যোগ দিয়েছিলেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজ ১৫ মে চলে যাওয়ার দিন ‘মিয়াভাই’ ফারুকের  

বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে কয়জন অভিনেতা তাদের হৃদয়গ্রাহী অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছেন দেশের রুপালী পর্দা তাদের…

হাসপাতালে ভর্তি মিশা সওদাগর, মারধরের গুঞ্জন

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। বছর নয় আগে ‘মিসড কল’ নামে একটি…

কমিটির আপত্তির মুখে বুবলীর সিনেমার নাম পরিবর্তন  

সিনেমা প্রিভিউ কমিটির আপত্তির মুখে জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পুলসিরাত’- এর নাম পরিবর্তন করতে…
Exit mobile version