লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যে যারা দিনের পর দিন একসঙ্গে কাটিয়েছেন, তারাই আজ একে অপরের মুখোমুখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে একপক্ষ নেমেছিলেন রাস্তায়, আরেক পক্ষ কথা বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে। নতুন বাংলাদেশে শিল্পীদের সংগঠনগুলোর সংস্কার চেয়ে রবীন্দ্র সরবরে ফের একত্রিত হচ্ছেন শিল্পীরা।
৯ সেপ্টেম্বর সংস্কারকামী স্ক্রিন এক্টরদের পক্ষ থেকে নিজের স্থান পরিষ্কার করতে এক হবার কথা জানিয়ে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
মুক্ত আলোচনার আহ্বান জানিয়ে পোস্টের শুরুতে অভিনেতা লেখেন, ‘সকল স্ক্রিন এক্টরদের স্বার্থে, যথাযথ সংস্কারের জন্য আলাপের কোন বিকল্প নেই। আমরা শুধু এক্টর’স ইকুইটির স্ক্রিন এক্টরদের নিয়ে নয়, বরং বাংলাদেশের সকল স্ক্রিন এক্টরদের অধিকার নিয়ে আলাপ ও সংস্কার করতে আগ্রহী। আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি ইতিবাচক আলাপ করতে পারি, তাহলে স্ক্রিন এক্টরদের অধিকার আদায়ে, বৈষম্য দূরীকরণে ও বিশ্বমানের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। সেজন্য প্রয়োজন সকলের মত ও দ্বিমত।’
স্ক্রিন এক্টরদের নিয়ে আলাপের কারণ উল্লেখ করে মোস্তাফিজুর নূর লেখেন, ‘আমরা সকলের কথা ও মত শুনতে চাই, নিজের স্থান পরিষ্কার করতে চাই, কিভাবে ও কি কি সংস্কার প্রয়োজন তার আলাপ করতে চাই, আমাদের কিছু পরিকল্পনা তুলে ধরতে চাই। তাই এই আলাপ আয়োজনে আমরা ‘শিল্পী সমিতি’, ‘একটর’স ইকুইটি’, সদস্য-অসদস্য নির্বিশেষে সকল স্ক্রিন এক্টরদের আহবান জানাতে চাই। আপনারা আসুন, আলাপ করুন। আমরা জানি শুটিং সহ নানান ব্যস্ততায় থাকবেন অনেকেই, কিন্তু আমাদের দাবি একটি দিন এই আলাপে দিয়ে, চলুন নিজেদের অধিকার নিশ্চিত করি।’
সংস্কারকামী শিল্পীদের কার্যক্রমকে রাজনৈতিক ভাবতে ‘না’ করে অভিনেতা লেখেন, ‘আমরা কোন রাজনৈতিক আন্দোলন করছি না, তাই এই প্রস্তাবকে কোন রাজনৈতিক কর্মসূচী ভাববেন না। আমরা সকলে পস্পরের সহকর্মী ও একটি পরিবার। আমরা কোন অশান্তি, বিশৃংখলা, বৈষম্য চাই না। আমরা চাই সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা ও সহমর্মিতা। শান্তিপুর্ণ আলাপের মাধ্যমে সকলে মিলে নিশ্চয় ভাল কোন দিশা খুঁজে পাব। আমরা যেমন আমাদের অধিকার বিষয়ে দৃঢ় থাকব, তেমনি আমাদের ভাষা থাকবে বিনয়ের। কিন্তু আমাদের বিনয় দূর্বলতা নয়, বরং তা পারস্পরিক সম্মানবোধের।’
রবীন্দ্র সরোবরে শিল্পীদের ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ কার্যক্রমের খবর নিজ নিজ ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ আরও অনেক শিল্পীরা।