Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

শিল্পকলা একাডেমিতে নতুন ছয় পরিচালক নিয়োগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ছয় বিভাগে নতুন পরিচালক নিয়োগ দিয়ে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একই সাথে একাডেমির চারজন পরিচালকের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, নবনিযুক্ত ছয় পরিচালককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ করা হয়েছে।  

নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে একাডেমির চারুকলা বিভাগের দায়িত্ব পেয়েছেন শিল্পী ও সমালোচক মোস্তফা জামান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহজাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগের দায়িত্ব পেয়েছেন এ এফ এম নুরুর রহমান।

চারুকলা বিভাগের দায়িত্ব পাওয়া মোস্তফা জামান গণমাধ্যমকে বলেন, ‘আমার জানা মতে, শিল্পকলা একাডেমিতে এটাই সবচেয়ে বড় বিভাগ। বিগত ১৫ বছরে শিল্পকলা একাডেমির চারুকলার অবস্থা ভয়াবহ খারাপ হয়েছে, এটা আমরা সবাই জানি। সেটাকে পুনরুদ্ধার (রিস্টোর) করার একটি কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই বিভাগ থেকে তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনী হয়। এর মাঝে দুটি জাতীয় এবং একটি আন্তর্জাতিক। দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর যে উদ্দেশ্য এবং মর্যাদাপূর্ণ অবস্থা ছিল সেটা ফিরিয়ে আনা মূল চ্যালেঞ্জ হবে।’

জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন বিভাগে পরিচালকের ৬টি পদ রয়েছে। এই পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে। দুটি পদের চুক্তির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হওয়ায় অনেক দিন ধরেই খালি ছিল। চারটিতে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পরিচালকরা ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অফিসে যাচ্ছিলেন না। তাই সোমবার (৩০ সেপ্টেম্বর) এই চারজনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও

সোহেল রানা ৫০ বছর পর গোপন প্রেমের কথা সামনে আনলেন

সোহেল রানার প্রেমের কথা ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। যিনি পরে প্রযোজনাও করেছেন বেশ কিছু…
সোহেল রানা ৫০ বছর পর

বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস আগামী ২০ মার্চ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বিটিএস। তবে তারচেয়ে চমকপ্রদ খবর হল…
ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস
0
Share