Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ১০, ২০২৪

শি’ক্ষা’র্থী’দের তো’পের মুখে রাফসান, সালমানের জবাব!

ইফতেখার রাফসান ও সালমান মুক্তাদির | ছবি: ফেসবুক

দেশে চলমান পরিস্থিতিতে ৩ আগস্ট দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন শি’ক্ষা’র্থীসহ  দেশের বহুসংখ্যক তারকা, শিল্পী, ইনফ্লুয়েন্সার, ইউটিউবারসহ প্রায় নানা পেশার সর্বস্তরের মানুষ। এদিন ইউটিউবার ‘রাফসান দ্য ছোটভাই’ খ্যাত ইফতেখার রাফসান সেখানে গেলে ছা’ত্রদের তোপের মুখে শহীদ মিনার প্রাঙ্গন ছাড়তে বাধ্য হয় রাফসান। এই ঘটনার নিন্দা করেছেন আরেক ইউটিউবার, সালমান মুক্তাদির।

রাফসানের পাশে দাঁড়িয়ে এক ফেসবুক পোস্টে সালমান লেখেন, ‘একটা যুদ্ধ জেতার আগেই যদি সবার প্রাইড, ইগো আর এরোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাইলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংসও খেয়ে ফেলব আমরা। রাফসানকে যদি সুন্দর করে বলা যেত, যে কত আশা ওর ওপর মানুষের, রাফসান কী অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করত না?’
এ সময় অভিনেতা ফেরদৌস, রিয়াজ এর সমালোচনা করে সালমান লেখেন, ‘দেশকে পুরো বেচে দিয়ে নায়ক ফেরদৌস, রিয়াজের মত টো**ইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, কেউ কিছু করতে পারল না?’

সমালোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে আঙুল তুলে সালমান লেখেন, ‘সাকিব ওর বউকে নিয়ে সবার সামনে ইগো দেখায় চ্যালেঞ্জ করতেসে, কিছু করতে পারি নাই। রাফসান দেরি করে হইলেও ফাইনালি সামনে আসছে। ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পাইত আরও।’

পোস্টে সালমান আরও উল্লেখ করেন, ‘এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি, তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি? কাকে জড়ো হইতে বলতেছি? কাকে আওয়াজ তুলতে বলতেছি?’

প্রসঙ্গত, ইফতেখার রাফসান তার নিজ গাড়িতে করে টিএসসি এলে সেখানে উপস্থিত ছা’ত্ররা তাকে ঘিরে ধরে। এর পর তাকে দেখে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন তারা। পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। এ সময় আন্দোলনকারীরা তার গাড়ির দিকে তেড়ে গেলে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় রাফসান স্থান ত্যাগ করেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খুনীর বিচার শুরু হয়নি, অথচ দেশে ষড়যন্ত্র চলছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আবারও তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের সাবেক সরকারের সমালোচনা করেছেন।…
Exit mobile version