বলিউড অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এককথায় মেগাস্টার। তাদের স্টারডামও আকাশচুম্বী। সাধারনত নিজেদের অভিনয় আর গ্ল্যামার কিংবা লাইফস্টাইলের জন্যই আলোচনায় থাকেন এই দুই মেগাস্টার। তবে এবার তারা আলোচনায় কিছুটা ভিন্ন কারণে। বলিউডের এই দুই সুপারস্টার এবার পড়েছেন আইনি সমস্যায়।
ভারতের রাজস্থানের ভরতপুরে এই দুই সুপারস্টারের নামে প্রাথমিক অভিযোগপত্র (এফআইআর) দায়ের করা হয়েছে। একই সাথে অভিযোগে নাম জড়িয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই ছয় কর্মকর্তার নামও। অভিযোগ অনুযায়ী, এই দুই তারকা এমন এক গাড়ির প্রচারে যুক্ত ছিলেন, যেটিতে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে।
স্থানীয় বাসিন্দা কীর্তি সিংহ অভিযোগ করেছেন, ২০২২ সালের জুনে হরিয়ানার সোনিপত থেকে তিনি ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকায় একটি গাড়ি কিনেছিলেন। মাত্র ৬–৭ মাস ব্যবহার করতেই বিকট শব্দ, গাড়ির কম্পন ও অন্যান্য যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। শুরুতে কীর্তি ভরতপুরের সিজেএম কোর্টে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মথুরা গেট থানায় একাধিক ধারায় এফআইআর করা হয়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
ভারতীয় আইন অনুসারে, ব্র্যান্ড অ্যাম্বাসেডররা যদি তাদের অনুমোদন করা কোনও পণ্য ত্রুটিপূর্ণ বা বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয় তবে তাদের জবাবদিহি করতে হতে পারে। ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯, কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষকে (সিসিপিএ) মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের উপর জরিমানা আরোপের অনুমতিপ্রাপ্ত ।
শাহরুখ খান এই সংস্থার সঙ্গে ১৯৯৮ সাল থেকে যুক্ত। দীপিকা পাড়ুকোনও ২০২৩ সালের ডিসেম্বরে সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত বছর একটি বিজ্ঞাপনে দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এই প্রতিষ্ঠানের প্রচারনা এবং প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক থাকায় অনেকের অভিযোগের তীর এই দুই সুপারস্টারের দিকে। তবে এ বিষয়ে এখনও শাহরুখ বা দীপিকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এখন আইনি জটিলতা থেকে তারা সহজেই মুক্তি পাবেন নাকি তা অনিশ্চিত।