ম্যান্ডেলিনের টুংটাং, ‘তুঝে দেখা তো জানা সানম’ গানটির সুর শুরু, সরষে খেতে হলুদ ফুল, হাওয়ার দোলে কখনও এদিক সেদিক। ঠিক যেন বলছে শাহরুখ খানের আরেকটি সিনেমার মত ‘কাভি হা, কাভি না’.. আর শাহরুখ খান, তার মাঝে দাড়িয়ে দুই হাত মেলে দিলেন। এরপর থেকে মেলতেই থাকলেন, মেলতেই থাকলেন।
মারা গেছেন ‘কেজিএফ’ ভিলেন দীনেশ
জনপ্রিয় কন্নড় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে কর্ণাটকের উদুপি…