অবশেষে বিষয়টি খোলাশা করলেন বলিউড তারকা কাজল। দীর্ঘদিন ধরে বলিউডের চর্চায় থাকা শাহরুখ খান ও অজয় দেবগনের মাঝে সাপে নেউলে সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। আর তা আরও বেড়ে যায় যখন করন জোহরের সাথে অজয়ের দূরত্ব বেড়ে যায়। লোকমুখে তখন মোটমুটি প্রমাণিত শাহরুখ আর অজয় আসলে শত্রু!
এদিকে কাজল শাহরুখের বন্ধু, করনেরও খুব কাছের বন্ধু। তাহলে কী করে হয় এসব। সব খোলাশা করলেন কাজল। একটি ইন্টারভিউতে বলেন, তারা বন্ধু না, একসাথে পার্টি করেননা, ছবি তোলেন না। তার মানে এই নয় যে তারা শত্রু। তারা পরস্পরকে চেনেন ও সম্মানও করেন।
কাজলের ভাষ্যমতে ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু হবে এমন কথা নেই। বরং এমনও তো হতে পারে যে বন্ধুত্ব নেই কিন্তু সম্মানের দৃষ্টি আছে। সেই সম্পর্কটুকু তাদের মাঝে আছে। আরও যোগ করেন, অজয় আসলে একটু অন্তর্মুখী। তাই তিনি কোনও ফিল্মি পার্টিতেও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমনকী পারিবারিক দাওয়াতেও যাননা।
উল্লেখ্য, অজয় দেবগন ‘দিলওয়ালে’ সিনেমার সময় নিজের শিডিউল পিছিয়ে কাজলকে সিনেমাটি করতে উৎসাহ দেন। যে সিনেমায় কাজলের বিপরীতে ছিলেন শাহরুখ খান।