Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১০, ২০২৫

শাহরুখ-অজয়-টাইগারকে হাজিরা দিতে আইনি নোটিশ

ভারতের একটি আদালত আইনি নোটিশ পাঠিয়েছে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের কাছে। ভারতের জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে এই তিন তারকাকে। ১৯ মার্চের আগে কমিশনে হাজিরা দিতে হবে তাদের।

শাহরুখ, অজয়, এবং টাইগার শ্রফের বিরুদ্ধে পানমশলার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে। বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে এই তিন অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তার বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পান মসলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। প্যাকেটগুলোতে কেশরের স্বাভাবিক গন্ধ পর্যন্ত পাওয়া যায় না।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের পান মসলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রিটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

তবে এই প্রথম নয়, এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে অনেক। এমনকি এই বিতর্কের কারণে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। আবারো একই কান্ডে জনস্বাস্থ্য বিরোধী বিজ্ঞাপনে জড়ানোয় দুর্নামে পড়লেন এই তিন তারকা। একই সাথে আইনী ঝামেলাও।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১২ মার্চ মুক্তি পাচ্ছে ক্রসফায়ার-বন্দুকযুদ্ধ নিয়ে রায়হান রাফির ‘আমলনামা’

রায়হান রাফী পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘আমলনামা’ ১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ১৩…

ভারতের প্রথম এআই পরিচালিত সিনেমা নাইশা-র ট্রেলার উন্মুক্ত

ভারতের প্রথম এআই-চালিত সিনেমা নাইশা-র ট্রেলার মুক্তি পেয়েছে। ২০২৫ সালের মে মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি…

সেলুলয়েডে ব্যক্তিগত জীবন: কপোলা ও জোনজের সিনেম্যাটিক গল্প

সিনেমা শুধু গল্প বলার মাধ্যম নয়, কখনো কখনো এটি ব্যক্তিগত অনুভূতি, স্মৃতি, এবং জীবনযাত্রার এক অন্তর্নিহিত…
Exit mobile version