বলিউড কিং শাহরুখ খানের জীবনের অনেক তথ্য বেরিয়ে এসেছে নানান সময়ে। এবার বলিউড কিং খানের দারুণ মজার একটি তথ্য ফাঁস করলেন তার বন্ধু বলিউড প্রযোজক-অভিনেতা বিবেক ভাসওয়ানি।
৫৮ বছর বয়সেও দারুণ ব্যস্ত নায়ককে নাকি ১৭টি মোবাইল ফোন ব্যবহার করতে হয়! সম্প্রতি সিদ্ধার্থ কানানের সাথে সাক্ষাৎকারের সময় কথা প্রসঙ্গে বিবেক বলেন, ‘শাহরুখ খানের ১৭টি মুঠোফোন রয়েছে। তার মধ্যে একটি নাম্বার আমার কাছে আছে। ‘জাওয়ান’ সিনেমা মুক্তির পর আমি শাহরুখকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি। আমি যখন গোসল করছিলাম, তখন শাহরুখ আমাকে কলব্যাক করেছিলেন। আর আমি ধরতে পারিনি। শাহরুখের অনেক দায়িত্ব, সবসময় ভ্রমণের উপরেই থাকে। সে একটি সাম্রাজ্য চালায়। তাই আমিও বলি, ওকে।’
উল্লেখ্য, প্রযোজক-অভিনেতা বিবেক ভাসওয়ানির সাথে শাহরুখ খানের সম্পর্ক বেশ পুরানো। ‘পাঠান’, ‘জাওয়ান’ খ্যাত অভিনেতা শাহরুখ যখন বলিউড ক্যারিয়ারে সংগ্রাম করেছেন তখন নিজের বাড়িতে থাকতে দেওয়াসহ নানানভাবে সাহায্য করেছিলেন বিবেক।