Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪

#সালতামামি২০২৪ / শাকিব খানের ২০২৪!

শাকিব খান | ছবি: ফেসবুক

২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে শাকিব খান বুঝিয়ে দিয়েছিলেন তিনি শুধু একজন অভিনেতা হয়ে থাকতেই ঢালিউডে পা রাখেননি। তিনি চান আরও অনেক বেশি কিছু!

তাই তো গেল বছরের ডিসেম্বরের শহরে হঠাৎ সব পত্রিকার শিরোনামে শাকিব খান– কিন্তু কারণ? 

‘দরদ’ সিনেমার প্রচারে মরুভুমিতে নির্মাতা অনন্য মামুন | ছবি: ফেসবুক

আসলে এক দিকে নির্মাতা অনন্য মামুন ঘোষণা দিলেন শাকিব খানকে নিয়ে তিনি বানাতে যাচ্ছেন প্রথম প্যান এশিয়ান সিনেমা। নাম ‘দরদ’! সেই খবরের ঝড় না থামতেই তুফান তাণ্ডবের খবর দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি।

ডিসেম্বরের শীতল সন্ধ্যায় রাজধানীতে হঠাৎ বয়ে গেল উষ্ণ বাতাস। প্রকাশ্যে এলো শাকিব খানের ‘তুফান’ সিনেমার পোস্টার! প্রেস মিটে আরও জানা গেল অভিনেতা শাকিব খানে নতুন পরিচয়, ‘সুপারস্টার’ – ‘ঢালিউড সুপারস্টার’!  যদিও সেই পোস্টার প্রকাশ্যের পর হলিউডের ‘জন উইক: চ্যাপ্টার ২’  সিনেমার নকল করার অভিযোগ মিলেছিল সাথে সাথেই। 
কিন্তু সুপারস্টার যে দমে যাওয়ার পাত্র নয়। তাই গেল বছর যেই কামব্যাকের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথা রাখলেন বছরের প্রথম ঈদেই! ‘রাজকুমার’ হয়ে কাঁদালেন দেশের লাখ লাখ ভক্ত-অনুরাগীদের।

‘তুফান’ সিনেমার পোস্টার উন্মোচন অনুষ্ঠানে শাকিব খান

ছবি হিট হলেও শাকিব খানের অভিনয় ছাপিয়ে যেতে পারেনি তার নিজের সেট করা রেকর্ডকে। কিন্তু সেই বিষয় নিয়ে দর্শককে আশাহত হতে না দিয়েই তুফান’ নির্মাতা এক ঝড়ের আভাস  দিয়ে প্রকাশ্যে এনেছিলেন ‘তুফান শাকিব খানের ফার্স্ট লুক পোস্টার! গ্যাংস্টার শাকিবকে দেখে মুগ্ধ হননি এমন সিনেমাপ্রেমী খুব কমই ছিল।

নাহ, সেখানেই শেষ নয়… তুফান শাকিব খানই যেন এই বছর ঢালিউড সুপার্স্টারের নতুন পরিচয় হয়ে উঠলো। আর কিছু না যেতেই প্রকাশ্যে এলো বহুল অপেক্ষিত ‘তুফান’ টিজার। যা নির্মাতার ভাষ্যমতে ‘তুফান টিজ’ । ১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারে কালার গ্রেডিং থেকে ডায়লগ! কাঁপিয়ে ছিল গোটা ঢালিউডকে।

সেখানেই আরেকটি নতুন পরিচয় পেলেন তিনি… ঢালিউড মেগাস্টার শাকিব খান! 

আর এই সিনেমার একেকটা গানে শাকিব খান ছিলো গ্রেনেডের মত। ‘লাগে উরাধুরা’ গানে ছোট চুল আর রোদ চশমা চোখে ওপার বাংলার মিমি চক্রবর্তীর সাথে নাচ যেমন মাতিয়েছিল সকলকে তেমনি টাইটেল ট্রাকে শরীরে কাটাও ধরিয়েছিলেন শাকিব খান! 

ইতিহাসে অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা হিসেবে ‘তুফান’ যেন ঢালিউডকে দেওয়া মেগাস্টারের উপহার।  

এই বছরে ‘দরদ’ সিনেমাটি নিয়ে কিছুতা ভোগান্তি যদিও পোহাতে হয়েছিল তাকে। চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও নানান কারণে বার বার পেছাতে হয়েছে দরদ মুক্তির তারিখ। এমনকি সিনেমার টিজার, গান বা শাকিব খানের ফাস্ট লুক পোস্টার, কিছুই সময় মত পাননি দর্শক।

‘দরদ’ সিনেমার দুলু মিয়া শাকিব খানের ফার্স্ট লুক | ছবি: ফেসবুক

যত যাই হোক, ১৫ নভেম্বর রাজার বেশেই মেগাস্টার ফের ফিরলেন প্রেক্ষাগৃহে। ঈদ ছাড়া ছবি মুক্তি তবুও সিনেমা হলে উপচে পড়া ভিড়। এমন চিত্র যেন মেগাস্টার শাকিব খানের পক্ষেই সম্ভব।

এই বছরে মেগাস্টারের অন্যতম বড় খবরের মাঝে রয়েছে খেলার মাঠেও তার পদচারণ! আইপিএলে শাহরুখ খান, জুহি চাওলা্দের মত প্রথমবার বিপিএলে দল কিনেছেন শাকিব খান। এই বছরের শেষেই মাঠে গড়াবে মেগাস্টারের দল ‘ঢাকা ক্যাপিটালসের খেলা। 

বিপিএল প্লেয়ার নির্বাচন ড্রাফটে শাকিব খান | ছবি: ফেসবুক

কেবল অভিনয়ে না, মেগাস্টার এই বছরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার ব্র্যান্ড ‘রিমার্ক-হারল্যান’ নিয়েও। একের পর এক প্রেস মিট নতুন নতুন সব উদ্যেগ। এত কিছুর পর তো বলা বাহুল্য, ২০২৪ সালটিকে সত্যি নিজের করে নিয়েছেন মেগাস্টার শাকিব খান।

লেখা: নূফসাত নাদ্বরুন

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version