সোশ্যাল মিডিয়ায় ২৪ ফেব্রুয়ারি থেকে ভেসে বেড়াচ্ছে একটি পোস্টার। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শাকিব খানের প্রতিচ্ছবি। পোস্টারে লেখা- জীবিত বা মৃত, শাকিবকে ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে দেয়া হবে এক লক্ষ টাকা! কিন্তু কেন এবার ‘ওয়ান্টেড’ শাকিব?
মূলত শাকিবের বহুল প্রতীক্ষিত ‘দরদ’ সিনেমার আরেকটি পোস্টার এটি। শাকিবকে নয়, বরং শাকিবের চরিত্র ‘দুলু’-কে ধরিয়ে দিতে বলা হচ্ছে পোস্টারটিতে।
‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশ করেছেন এই পোস্টার। যা প্রকাশের পর থেকে বেশ সাড়া ফেলেছে শাকিবিয়ানদের মাঝে। বোঝাই যাচ্ছে, সিনেমার কোনো একটি গল্পের অংশ এই পোস্টারটি। সিনেমা প্রচারণার এমন নতুন কৌশল বেশ মনে ধরেছে সকলের। পাশাপাশি সিনেমাটি নিয়ে তাদের উত্তেজনার পারদও আরও চড়িয়ে দিয়েছে।
মামুন পোস্টারটি প্রকাশ করে তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগে কোনো বাংলাদেশি নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, অডিয়েন্স, পরিচালক, প্রযোজক ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো যেতে পারে। এটা স্বপ্ন ছিল সবার কাছে। আর শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে। তিন মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য। দেখানো হবে পাঁচ ভাষার প্রোমো! এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা।‘
উল্লেখ্য যে, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’ শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও এতে আরও রয়েছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া ও এলিনা শাম্মীর মত তারকারা। বাংলার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়।