শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ আসছে এই ঈদুল ফিতরে। গত বৃহস্পতিবার রাতে সিনেমাটির ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার প্রকাশ পায়, যেখানে শাকিবের চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা দেন পরিচালক মেহেদি হাসান। দীর্ঘ দিন ধরে সিনেমাটির টিজারের জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে টিজারে ধুন্ধুমার অ্যাকশন ও ভিন্ন রূপে দেখা গেছে শাকিব খানকে, যা দর্শকদের আকর্ষণ করেছে।
টিজার দেখে উচ্ছ্বসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি বলেন, ‘শাকিব খান আমাদের বাংলা সিনেমার সবচেয়ে বড় মেগাস্টার। টিজার দেখলাম, সবকিছু একদম ভেঙে চুরে যাচ্ছে। অসাধারণ নির্মাণ এবং শাকিবের উপস্থাপন দুর্দান্ত। “বরবাদ” টিমের জন্য শুভকামনা।’ বুবলী শাকিবের বিপরীতে অভিনয় করেছেন একাধিক সিনেমায়, তবে ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্কের বিষয়টি দীর্ঘ সময় গোপন ছিল। ২০২০ সালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়, তবে কিছুদিন পর শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কের দূরত্ব তৈরি হয়।
‘বরবাদ’ ছবির টিজারে শাকিব খানকে বিধ্বংসী রূপে দেখা গেছে, যা তার ভক্তদের চমকে দিয়েছে। টিজারে ইধিকা পাল, যিশু সেনগুপ্ত এবং অন্যান্য তারকারাও উপস্থিত। ছবির কাহিনিতে প্রেম ও প্রতিশোধের গল্প প্রত্যাশা করা হচ্ছে। টিজারটি শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশের পর ১৮ ঘণ্টায় ১৯ লাখেরও বেশি ভিউ হয়েছে।