এ বছরের সেপ্টেম্বরে নতুন ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। সামনে এলো নায়িকার নামও। ছবিটি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাতা সাকিব ফাহাদ। এটি এই নির্মাতার প্রথম চলচ্চিত্র নির্মাণ।
এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
দেশের কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শাকিব খান সম্ভবত এই ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।
গল্পে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপোড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও উঠে আসবে পর্দায়। ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।
জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হবে এবং এ বছরের ডিসেম্বরেই ছবিটি একযোগে মুক্তি পাবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্যপ্রাচ্যের বেশকিছু প্রেক্ষাগৃহে।