অভিনেত্রী তার ছবি ‘লাল শাড়ি’র প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও শাকিবের ‘প্রিয়তমা’ প্রসঙ্গে নিজের বক্তব্য দিতে পিছপা হননি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাকিবকে ইন্ডাস্ট্রির ‘মেরুদণ্ড’ বলে অভিহিত করে অপু বলেন, শাকিবের ‘প্রিয়তমা’র মুক্তির সময়ে তাকে নিয়ে কথা বলে কিছু মানুষ ছবিটির ক্ষতি করার চেষ্টা করছে।
তবে কি অভিনেত্রী নিশানা দাগলেন শবনম বুবলীর উপর?
অপু জানান, তিনি কারও নাম উল্লেখ করতে চান না। তিনি আরও জানান, যেই এসব করছে, সে শুধু শাকিবেরই না, পুরো ইন্ডাস্ট্রিরই ক্ষতি করছে।
তিনি আরও জানান তিনি শাকিবের কোনো ক্ষতি হতে দেবেন না। তাই তিনি ‘প্রিয়তমা’র পাশে আছেন।
প্রসঙ্গত, অপুর সাথে বিচ্ছেদের পর ২০১৮ সালে শাকিবের সাথে বিয়ে হয় শবনম বুবলীর। ২০২০ সালে শাকিবের সন্তানের মাও হন তারকা। কিছুদিন আগে বুবলী ছেলে শেহজাদ ও নিজেকে নিয়ে অপপ্রচার বন্ধ করতে অনুরোধ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েনি একটি সাক্ষ্যাৎকারে।
ঈদে দুই অভিনেত্রীই ব্যস্ত রয়েছেন নিজ নিজ সিনেমা নিয়ে। অপুর হাতে রয়েছে ‘লাল শাড়ি’ সিনেমা। অপরদিকে শবনম ব্যস্ত রয়েছেন ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নিয়ে।
অভিনেত্রীদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র মাধ্যমে একসাথে ছোট পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে।