Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

শহীদ মিনারে প্রয়াত পান্না কায়সার- শেষ দর্শনের অপেক্ষায়..

পান্না কায়সার

৬ আগস্ট  বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে পান্না কায়সারের  মরদেহ।

এরপর বাংলা একাডেমিতে বেলা ১ টায় শ্রদ্ধা জানানো হবে সাবেক সংসদ সদস্যকে। তারপর বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে  জানাজা শেষে  মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে শহীদ জায়াকে ।

৪ আগস্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী বরেণ্য লেখক ও অধ্যাপক পান্না কায়সার।

উল্লেখ্য, বিশিষ্ট এ লেখকের  প্রথম জানাজা  গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর ঢাকায় অবস্থিত  ইস্কাটনের বাসায়  তার  মরদেহ নেয়া হয় । সেখানে কিছু সময় রাখার পরে  তার মরদেহ  বারডেমের হিমঘরে স্থানান্তর করা হয়।

১৯৫০ সালের ২৫ মে কুমিল্লায় জন্মগ্রহণ করেন পান্না কায়সার । তাঁর আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সহধর্মিণী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

 ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে  গড়ে ওঠা দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে   নিযুক্ত হন তিনি । বিশিষ্ট এ লেখক  ১৯৯২ সাল থেকে সংগঠনটির  সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন  । এছাড়াও তিনি  বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ছিলেন।

 ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য  ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন আলোচিত এ সমাজসেবক।

চিত্রালী আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বরেণ্য এ লেখককে। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জুলাই গণ-অভ্যুত্থানের ৬৩টি গান নিয়ে সংকলন গ্রন্থ  

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা ও সাহস জুগিয়েছে সেসকল গানের মধ্য থেকে…

মনিকা বেলুচ্চিরূপে নেট দুনিয়া মাতালেন পূজা  

লোকেশ কানাগরাজ পরিচালিত ও বহুল আলোচিত তামিল ছবি ‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। এই ছবিতে আছেন দক্ষিণ ভারতের…
Exit mobile version