বলিউডের অভিনেতা শাহরুখ খানের বিশ্বব্যাপী জনপ্রিয়তার খবর যেমন পুরোনো খবর, হলিউডের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জনপ্রিয়তার খবরও তেমনই পুরোনো খবর। কিন্তু নতুন খবর হলো- মার্ভেলের তারকার মুখে শোনা গেলো শাহরুখের নাম। ‘লোকি’ খ্যাত অভিনেতা টম হিডলস্টন এবার বলিউড বাদশাহ’র নাম নিলেন নিজের ‘লোকি’ চরিত্রে অভিনয়ের জন্য।
ব্রিটিশ এই অভিনেতাকে সম্প্রতি প্রশ্ন করা হয়, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে তার বিখ্যাত ‘লোকি’ চরিত্রে যদি কোনো বলিউড অভিনেতা অভিনয় করেন, তবে সেখানে কাকে দেখতে চান তিনি? উত্তরে নির্দ্বিধায় টম বলেন, “অবশ্যই শাহরুখ খান। তিনিই দুর্দান্ত হবেন।”
কয়েক বছর আগেও টমকে বলিউড নিয়ে প্রশ্ন করলে তিনি শাহরুখেরই নাম নিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সাথে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের প্রশংসা করেন টম।
বিশ্বজুড়ে শাহরুখের ভক্তের শেষ নেই। হলিউড তারকাদের মুখেও তার নাম শোনা যায় উদাহরণ স্বরূপ। যদিও বলিউড থেকে অনেক তারকাই হলিউডে কাজ করলেও এখনো অবধি সেখানে কোনো কাজ করেননি তিনি। এমনকি হলিউডে কাজের ব্যাপারে কোনো আগ্রহও নেই এই ‘জাওয়ান’-এর। নিজের অভিনীত হিন্দি তথা দেশীয় সিনেমা দিয়েই সবার মন জয় করেছেন এই তারকা। তাকে নিয়ে প্রশংসা করার তালিকায় সর্বদাই দেখা যায় টমের মত জনপ্রিয় সব হলিউডের তারকাদের।
প্রসঙ্গত, শাহরুখের ‘দেবদাস’ সিনেমাও দেখেছেন টম। সিনেমাটি দেখাকে একটি অসাধারণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেছিলেন তিনি।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ‘জাওয়ান’ চলচ্চিত্রে। এছাড়াও তাকে সম্প্রতি সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্যামিও হিসেবে দেখা গেছে। আর ডিসেম্বর মাসে মুক্তির অপেক্ষায় আছে রাজকুমার হিরানির পরিচালিত তার আসন্ন সিনেমা ‘ডাঙ্কি’।
সূত্র : বলিউড হাঙ্গামা