প্রথমবার লাইভে রেকর্ড করে গান প্রকাশ করলেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গানের নাম- ‘বিনিময়’। গানটি প্রকাশ করা হয়েছে গায়কের ইউটিউব চ্যানেলে।
‘বিনিময়’ গানের কথা ও সুর করেছেন রাশিদ খান। আর কণ্ঠ ও সংগীতায়োজন করেছেন পার্থ। জানা গেছে, নতুন কিছু করার প্রয়াস থেকেই লাইভে গানটি রেকর্ড করে প্রকাশ করা হয়েছে। রেকর্ডিং শুরুর আগে তাই খুব ভালোভাবে অনুশীলন করে নিয়েছিলেন সবাই। ১৫ দিনের মত সময় নিয়ে অনুশীলন করেছেন পার্থসহ এই গানের মিউজিশিয়ানরা।
পার্থ জানান, “ডিজিটাল এই সময়ে নতুন অনেক কিছুই হচ্ছে। সেই ভাবনা থেকেই লাইভ রেকর্ড করা। আমরা বিভিন্ন রিয়েলিটি শোয়ে দেখি, লাইভ গান করেন প্রতিযোগীরা। তবে মৌলিক গান লাইভ রেকর্ড করা অনেক চ্যালেঞ্জিং। ১০-১১টি ক্যামেরা ব্যবহার করেছি আমরা। এক সেকেন্ডেরও বিরতি নেইনি। মিউজিশিয়ানরাও তাদের সেরা পারফর্ম করেছেন।”
প্রসঙ্গত, ব্যস্ত সময় পার করছেন গায়ক পার্থ। সোলস ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে হোক কিংবা মৌলিক গান ও সংগীতায়োজনে, গানে গানেই বছরটা শেষ করছেন তিনি। আগের গানগুলোর জন্য যেমন শ্রোতাদের কাছ থেকে সাড়া পেয়েছেন, নতুন গান ‘বিনিময়’-ও এবার শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে উঠার অপেক্ষা।