‘আওয়াজ উঠা বাংলাদেশ’ খ্যাত র্যাপার হান্নান হোসাইন শিমুলকে গ্রে’প্তা’রের পর দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।
জানা গেছে, ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রে’প্তা’র করা হয়েছিল হান্নানকে। তার আটক ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ।
মূলত কো’টা সং’স্কা’র নিয়ে শি’ক্ষা’র্থীদের আ’ন্দো’ল’ন ও তা নিয়ে সমগ্র বাংলাদেশে সৃষ্টি হওয়া স’হিং’সতা শুরু হওয়ায় ‘আওয়াজ উঠা বাংলাদেশ’ শিরোনামের একটি গান গেয়েছেন হান্নান। ছাত্রদের পক্ষে গাওয়া এই র্যাপ গানটি রাতারাতি ব্যাপক জনপ্রয়িতা পায়। ফলে আলোচনায় চলে আসেন হান্নান। এর পরপরই তাকে গ্রে’প্তা’র করার খবর পাওয়া যায়।
‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি প্রকাশিত হয় ১৮ জুলাই। গানটি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই৷’
র্যাপারের গ্রে’প্তা’র হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মাঝেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের পরিস্থিতির নিন্দা জানিয়ে বেশ কয়েকজন সংগীতশিল্পীকে দেখা যাচ্ছে হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করতে।
প্রসঙ্গত, র্যাপার হান্নান গ্রে’প্তা’র হওয়ার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, নারায়ণগঞ্জের আরেক র্যাপার মুহম্মদ শেজানকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনিও যে বৈ’ষ’ম্যবিরোধী ছা’ত্র আ’ন্দো’ল’নের পক্ষে একটি বিদ্রোহী গান বের করেছেন। গানের নাম- ‘ছিলো কোথা ক’। ‘আওয়াজ উঠা’ গানের মত এ গানটিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।