নিজ চেম্বারে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবী অভিনেত্রী তানিয়ার বাবা ডা. অনিলজিৎ কম্বোজ। শুক্রবার (৪ জুন) দুপুরে ভারতের পাঞ্জাবের এক ক্লিনিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে, দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে রোগীর পরিচয়ে চেম্বারে ঢুকে গুলি চালায়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ডা. অনিলজিৎ কম্বোজ মাটিতে লুটিয়ে পড়লে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক।
মোগার পুলিশ সুপার জানিয়েছেন, হামলাকারীরা পরিকল্পনা করেই এসেছিল। রোগী সেজে তারা অনিলের চেম্বারে ঢোকে। তারপর তারা অনিলকে গুলি করে। ওই ঘটনায় সব সম্ভাব্য-সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই হামলার আগে অনিলকে হুমকি দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, কয়েক দিন ধরেই তিনি অজানা নম্বর থেকে খুনের হুমকি পাচ্ছিলেন। তবে পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কেন এই হামলা, কারা এর পেছনে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তানিয়ার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে আমাদের পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
সবার কাছে অনুরোধ, দয়া করে আমাদের গোপনীয়তা রক্ষা করুন। কোনো গুজব ছড়াবেন না এবং মানবিক হোন। আপনারা পাশে থাকুন, এটাই আমাদের প্রয়োজন।’
২০১৬ সালে হিন্দি ফিল্ম ‘সরবজিত’-এ সরবজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন তানিয়া। কিন্তু পরীক্ষার জন্য তিনি ওই চরিত্রে অভিনয় করতে পারেননি। এর ঠিক দুই বছর পর ২০১৮ সালে পাঞ্জাবি ছবি ‘কিসমত’-এর মাধ্যমে অভিষেক হয় তানিয়ার। এরপর ‘সান অব মনজিত সিং’, ‘গুড্ডিয়া পাটোলে’, ‘রাব দা রেডিও ২’, ‘বাজরে দা সিটা’, ‘লেখ’ ছবিতে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এ ছাড়া একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তানিয়া।