বিশ্ব বিনোদন অঙ্গনে এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। হলিউড, বলিউড ও ঢালিউড তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এবারের আয়োজন।
হলিউড তারকা উইল স্মিথের সঙ্গে দেখা মিলেছে নির্মাতা মাকসুদ হোসাইন ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এবারের রেড সি উৎসবে বিশেষ সম্মাননা জানানো হয়েছে ভারতীয় অভিনেতা আমির খানকে। উৎসবে হাজির হয়েছিলেন অস্কার মনোনীত অভিনেত্রী এমিলি ব্লান্ট।
উৎসবে একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এছাড়াও এই আয়োজনের লাল গালিচায় আলো ছড়িয়েছেন অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল ও মিশেল রড্রিগেজসহ অনেকেই।
উল্লেখ্য, সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বসা রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১২ দিনের এই আয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ।