শ্রী গৌরী সাওয়ান্ত নামের ট্রান্সজেন্ডার কর্মীর ভূমিকায় অন্য রকম এক সাহসী অবতার নিয়ে সামনে এসেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। তার আসন্ন সিরিজ ‘তালি’-তে এমন রুপেই দেখা দিতে প্রস্তুত তিনি।
কপালে বড় টিপ, আর পরনে সবুজ মেরুন রঙয়ের শাড়ি। ভিন্ন এক সাজে প্রথমে এই সিরিজটির নিজের লুক শেয়ার করেছিলেন নায়িকা নিজেই। সাথে প্রকাশ করেছিলেন সিরিজের নাম। তারপর বলা যাক অফিশিয়াল টিজারের কথা। হিন্দী ভাষায় “নমস্কার, আমি গৌরী” সংলাপ দিয়ে শুরু করা ৪৬ সেকেন্ডের টিজারে দেখা মিলেছে যে সুস্মিতার, এমন রুপে তাকে কেউ আগে কখনো দেখেনি।
গৌরীর জীবন সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ। পুলিশ ব্যারিকেডের দৃশ্য দেখিয়ে শেষ হয় টিজারটি। যেখানে একজন বিদেশী মহিলা গৌরীকে জিজ্ঞাসা করে “তুমি কি যেতে প্রস্তুত?” উত্তরে তিনি খুশি হয়ে হিন্দী ভাষায় বলেন, “ছোট থেকেই!” তারপর তিনি পুলিশ কর্মকর্তাদের তাদের বন্দুক ভিতরে রাখতে বলে এগিয়ে চলে যান। টিজারেই বোঝা যাচ্ছে ভিন্নধর্মী এক সিরিজ উপহার পেতে যাচ্ছে দর্শকরা।
‘তালি’ নিয়ে সুস্মিতা বলেছেন, “এত সুন্দর একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা আর তার গল্প পৃথিবীর সামনে নিয়ে আসার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না আমার কাছে। শ্রী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় আমার কাছে গর্বের ও আমি ধন্য। জীবন প্রত্যেকের আর প্রত্যেকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে।“
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সুস্মিতার পোস্টে দেখা যাচ্ছে সবার শুভেচ্ছা বার্তা। সেখানে তার ভাইয়ের স্ত্রী অশোপা চারুও প্রশংসা করে মন্তব্য লিখেছেন।
ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘জিও সিনেমা’-য় ১৫ আগস্ট মুক্তি পাবে সিরিজটি।