“২০ বছরে পর্দায় যেকোন চরিত্র করার ব্যাপারে আমার মার কোন নিষেধ নেই, শুধু একবারই আম্মা বলেছিলো যেন ‘সখিনা’র মত চরিত্র আর জীবনে কোনদিন না করি..! আমি আম্মাকে বলেছিলাম, আম্মা আমি তো ২ দিন ক্যামেরার সামনে সখিনার জীবন কিছুটা যাপন করেছি মাত্র, আমাদের দেশে বহু..বহু.. বহু.. ‘সখিনা’ সারাটা জীবন ক্যামেরার বাইরে… ঘরে-পরিবারে-সমাজে-দেশের সবার চোখের সামনে এই জীবন যাপন করে..!” – অভিনয় শিল্পী রুনা খান তার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এভাবেই মত প্রকাশ করলেন নিজের সোশ্যাল মিডিয়াতে।
বেশ ক’দিন ধরে নিউজ ফিডে ঘুরছে একটি পুরনো নাটকের কিছু অংশের ভিডিও। তাতে দেখা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানকে চ-ড়সহ মানসিকভাবে দুঃসহ নির্যাতন করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
২০০৭ সালের দিকে শুটিংকৃত ‘দেয়াল আলমারি’ নামের একটি নাটকে গল্পের চাহিদায় এই দৃশ্য ধারণ করা হয়। আর তারই একটি অংশ নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে।
রুনা খানও আবেগে আক্রান্ত হয়ে বিশাল সেই অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেন। যেখানে আরও উল্লেখ করেন যে, এই নাটকের পর মোশাররফ করিম পুরস্কার পেলেও তাকে সেই আয়োজনে ডাকাও হয়নি।
তবে এরপর থেকে মোশাররফ করিমের সাথে দেখা হওয়া মাত্র তিনি সরি সরি বলে গেছেন। আর তার মা তো নিষেধই করেছেন এমন চরিত্রে অভিনয় করতে। তবে রুনার উত্তর ছিল, “আমি দুদিন মার খেয়ে যদি ওদের ২-৩ যুগের মার খাওয়ার কিছুটা দর্শককে-সমাজকে চোখে আঙুল দিয়ে একটু হলেও দেখাতে পারি..! আমি সেটা করতে চাই আম্মা.. !”