২০২৩ সালে তিন তিনটি সিনেমা নিয়ে দারুণভাবে কামব্যাক করা শাহরুখ খান অনেকের কাছেই যেন রূপকথা। সেই রূপকথার গল্প তার প্রথম সিনেমা থেকে জানলেও অনেকেই জানে না রূপকথার জন্ম আর বেড়ে উঠা কি করে।
সেই গল্পই শাহরুখ খান একটি স্টেজ শোতে বলেন। সেখানেই তিনি জানান, তার জন্ম রিফিউজি ক্যাম্পে। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান একজন মুক্তিযোদ্ধা ছিলেন ভারত স্বাধীনতার যুদ্ধের। আর মা ছিলন কাশ্মিরী বংশদ্ভুতো, নাম লতিফ ফাতিমা।
শাহরুখ তার স্বভাবত হাসির ছলে জানান, তার বেড়ে উঠা অন্য সাধারণ পরিবারের মতই ছিল। হিসেবি, নিয়মকেন্দ্রিক। ছেলেবেলাতে বাবা মাকে হারিয়ে তিনি কর্মকেন্দ্রিক হয়ে পড়েন।
শাহরুখ হেসে যোগ করেন, “আমার বায়োলজিকাল বাবা মা হয়তো নেই, কিন্তু আছে কোটি কোটি বাবা মা যারা নিজের ছেলেন মত আমার জন্য দোয়া করেন। তারা আছেন এই বিশ্বজুড়ে।”