সম্প্রতি ছেলের মামলার বিষয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। গত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে দাবি করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মাধ্যমে সেই মামলা প্রত্যাহারের আবেদন করেন।
এক ভিডিও বার্তায় রিনা খান বলেছিলেন, ‘আমি বিএনপি করি বিধায় আমার ছেলে ২০০৯ সালে জার্মান গেছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার নামে ওয়ারেন্ট বের হয়েছে। আমার ছোট ছেলের পেছনেও পুলিশ লেগে ছিল আমি ঘরেই থাকতে পারতাম না।’
রিনা খানের সেই মামলার কী অবস্থা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমাদের আবেদন কোর্টে দেওয়া হয়েছে। আমি কোর্টে গিয়েছিলাম। শিগগিরই আমরা কাগজপত্র হাতে পেয়ে যাব। এর পরই একটু শান্তি পাব।“
তাদের পুরো পরিবার বিএনপি করেন বলেই এতো নির্যাতন ও হয়রানি করা হয়েছে বলেও জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রিনা খানকে একটি সাইকেল উপহার দিয়েছিলেন। সেই স্মৃতি স্মরণ করে রিনা খান বললেন, ‘‘তখন আমি স্কুলে পড়ি। মিরপুর শাহ আলিতে আমাদের বাড়ি। সব রকম খেলাধুলাতে অংশ নেই। বিশেষ করে আমি সাইক্লিস্ট ছিলাম। ১৯৭৮ সালের কথা, বাংলাদেশ অলিম্পিকের আয়োজন সাইক্লিং প্রতিযোগিতায় আমি প্রথম হই। তখন আমাদের বঙ্গভবনে ডাকা হয়। গেলাম। দেখা হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে বললেন, ‘খুকি তুমি কী চাও?’ আমি সাইক্লিং করি, কিন্তু একটা ভালো সাইকেল নেই। তখন আমি বললাম, আমি সাইকেল চাই। তিনি বললেন, ঠিক আছে তোমাকে ভালো সাইকেল দেব। এরপর জাপান থেকে ৬ টা সাইকেল আনা হয়। আমাকে একটা সাইকেল উপহার দেন।’’
১৯৮১ সালে নির্মাতা সুভাষ দত্তের সিনেমা ‘সোহাগ মিলন’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন রিনা খান।