ভারতীয় সিনেমা জগতের রাজকুমার রাজ কাপুরের শততম জন্ম বার্ষিকী আসছে ১৪ ডিসেম্বর। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আর কে ফিল্মস, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, এনএফডিসি- পিভিআর আইনক্স লিমিটেড এবং সিনেমপলিস’র সহযোগিতায় ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া আয়োজন করছে ‘রাজ কাপুর ১০০- সেলিব্রেটিং দ্য সেনটেনারি অফ দ্য গ্রেটেস্ট শোম্যান’ শিরোনামের এক উৎসবের।
এটি চলবে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভারতের ৪০ টি শহরে মোট ১৩৫টি সিনেমা দেখানো হবে এই উপলক্ষ্যে। যার মাঝে ‘আগ‘, ‘বারসাত‘, ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’, ‘মেরা নাম জোকার’ এবং ‘ববি‘ অন্যতম।
উৎসবে রাজ কাপুরের বিশেষ ১০টি ল্যান্ডমার্ক সিনেমা প্রদর্শন করানো হবে দেশের কেরালা থেকে আসাম, ওড়িশা থেকে পাঞ্জাব পর্যন্ত।
পৃথ্বীরাজ কাপুরের বড় ছেলে রাজ কাপুরের জন্ম ১৯২৪ সালের আগামী ১৪ ডিসেম্বর, পেশোয়ারে। তিনি ভারতের চার্লি চ্যাপলিন নামেও খ্যাত। ‘আওয়ারা’ সিনেমায় তার দুর্দান্ত অভিনয়কে বিশ্বের সেরা দশটি অভিনয়ের একটি বলে বিবেচনা করা হয়। তার পরিবারের একাধিক সদস্য বলিউডে রাজত্ব করেছেন নিজ নিজ সময়ে।