রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই! ১৩ মার্চ রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বর্তমানে এ শিল্পীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে আছে।
মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রতিদিনের মত আজও তানপুরা নিয়ে সাদি ভাই সংগীত চর্চা করছিলেন। সন্ধ্যার পর হঠাৎ দেখি তার ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে, দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই আমরা।’
বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু শামীম আরা নীপা জানিয়েছেন, ‘গত বছরের ৮ জুলাই তার মা জেবুন্নেছা সলিমউল্লাহ বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মহম্মদ। ঠিক স্বাভাবিক ছিলেন না তিনি। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি।’
১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমউল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়।
উল্লেখ্য, সাদি মহম্মদ রবীন্দ্র সংগীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।