কালজয়ী উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে একই নামে বানানো সিনেমাটি এবার নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এতে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান।
‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে সিনেমাটি বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ৩০ জানুয়ারি বসবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জয়া-আবির চট্টোপাধ্যায়ের সিনেমাটির প্রিমিয়ার কবে হবে সে বিষয়ে এখনো জানা যায়নি। জয়া এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন। আর শশী ডাক্তার হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে কাজ করেছেন কলকাতার ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।
তথ্যমতে পরিচালক সুমন সিনেমার শুটিং শুরু করেছিলেন ২০২২ সালে। এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক সুমন তার ফেইসবুকে লিখেছেন, তার সিনেমার যাত্রা যে আন্তর্জাতিক অঙ্গন দিয়ে শুরু হবে সেটি তার কল্পনার বাইরে ছিল।
রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারের ঘটনাকে ‘বিশাল প্রাপ্তি’ বলে বর্ণনা করেছেন সুমন। তিনি বলেন, মানিকের কালজয়ী এই উপন্যাস নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা দেড় দশক আগের।
এটি নানা কারণে হয়ে ওঠেনি। তবে, অবশেষে আলোর মুখ দেখলো সিনেমাটি । পরিচালক সুমন এই সিনেমা নির্মাণে যুক্ত প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের সবটা উজাড় করে দেওয়ার জন্য।