সম্প্রতি ‘দ্য ডার্টি’ ম্যাগাজিনের মুখোমুখি হয়েছিলেন ‘সেক্স এডুকেশন’ অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন ও বলিউড তারকা কারিনা কাপুর। এদিন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যসহ নানা প্রসঙ্গে কথা বলেন এই দুইজন।
সিনেমায় প্রায়ই সাহসী দৃশ্যে দেখা মেলে জিলিয়ানের। বিপরীতে কারিনা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নেই বললেই চলে। জিলিয়ান বলেন, ‘আমি জানি, এর আগেও বলেছেন যে ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন আপনি। তবে চরিত্রের খাতিরে তো অনেক সময় এমন কিছু করতে হয়, যা আমরা করতে পছন্দ করি না। তাই আমি জানতে চাই, আপনি এ ক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে পারেন?
উত্তরে কারিনা কাপুর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনো এটা করিনি। আমরা যৌনতাকে মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না’।
অভিনেত্রী আরও বলেন, ‘আপনারা যৌনতাকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনো ওভাবে গল্প বলতে পারি না’।
‘সিংহাম এগেইন’ ছবিতে সর্বশেষ কারিনাকে দেখা গিয়েছে। এরপর করিনা আভাস দিয়েছেন, তাঁকে পরবর্তী সময়ে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে। তবে এরই মধ্যে নানা জল্পনাও উঠে এসেছে। শোনা গিয়েছে, খুব বড় দক্ষিণি ছবিতে নাকি নায়িকাকে দেখা যেতে পারে। জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য অ্যাব্যান্ডনস’-এ দেখা যাবে খুব শীঘ্রই।