৩০ জুলাই দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। তার দ্বিতীয় জানাজা চ্যানেল আইতে হওয়ার কথা থাকলেও তা আর পরে হয়নি।
তার পারিবারিক সুত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে এটি হয়েছে। এখনো কারফিউ জারি থাকায় সন্ধ্যা ৬টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হওয়ার আয়োজনকে বাদ দিয়ে সরাসরি নেয়া হয় বনানী কবরস্থানে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
তার আগে গুলশানের আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় যাতে উপস্থিত ছিলেন শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। বাদ আসর এই জানাজা অনুষ্ঠিত হয়।
একই দিন বাদ জোহর আরেক তারকা শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। দুই তারকাকেই বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য তের বছর ধরে হাসান আবিদুর রেজা জুয়েল ক্যান্সারের সাথে যু’দ্ধ করে আসছিলেন। এবার অনেকটাই অসুস্থ হয়ে জুলাই মাসের শেষ সপ্তাহে হাসপাতালে ভর্তি হোন তিনি।