সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে রোদেলাও সংগীতশিল্পী। তার একক গান ‘রাজকুমার’ গত বছরের শেষের দিকে প্রকাশ পায়। এবার রোদেলার সেই ‘রাজকুমার’ গানটি গাইলেন তার মা সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী।
গত রোববার প্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া রাজকুমার গেয়ে শোনান ন্যান্সি। গান শুরুর আগে ন্যান্সি বলেন, ‘গত ডিসেম্বরে আমার বড় কন্যা রোদেলার রাজকুমার গানটি প্রকাশ পায়। গানটি শোনার পর এখন কাভার করার চেষ্টা করছি। স্টুডিওতে প্র্যাকটিস করছি। চেষ্টা করছি, আমি গাইলেও যেন গানটি সবার ভালো লাগে’।
ন্যান্সি আরও বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম এবং মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। তাদের মধ্যে আমিও একজন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি’।
এরপর রাজকুমার গানের কয়েক লাইন লাইভে গেয়ে শোনান ন্যান্সি। গান শেষ করে ন্যান্সি বলেন, ‘রোদেলা যখন আমার গান গায়, তখন সবাই বলে, মায়ের মতো হয়নি; এখন হয়তো আমাকে বলবে, রোদেলার মতো হয়নি’।