২০ সেপ্টেম্বর, কিংবদন্তি কাওয়াল নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুর ২৭ বছর পর তার হারানো অ্যালবাম ‘চেইন অব লাইট’ প্রকাশের ঘোষণা দিয়েছে ব্রিটিশ রেকর্ড লেবেল রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস।
কিংবদন্তি শিল্পীর চলে যাওয়ার প্রায় সাত বছর আগে ১৯৯০ সালে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওজে রেকর্ড করা হয়েছিল অ্যালবাম চেইন অব লাইট। প্রকাশের আগেই কোনও এক কারণবশত অ্যালবামের কোনো খোঁজ মিলছিল না। রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডসের গুদামে পড়ে ছিল। ২০২১ সালে আর্কাইভ স্থানান্তরের সময় অ্যালবামের অ্যানালগ টেপ পাওয়া যায়। টেপ থেকে গানগুলো উদ্ধার করা হয়েছে।
সব ঠিক আছে তা যাচাই-বাছাইয়ের পর সাড়ে তিন দশকের পুরোনো এই অ্যালবাম আগামী ২০ সেপ্টেম্বর শ্রোতাদের সামনে নিয়ে আসছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। সম্প্রতি অ্যালবামের একটি টিজার প্রকাশ করেছে সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েলের এই রেকর্ড লেবেল।
পিটার গ্যাব্রিয়েল এক বিবৃতিতে লিখেছেন, ‘বিশ্বের বহু শিল্পীর সাথে আমার কাজের সৌভাগ্য হয়েছে। তাদের মধ্যে সম্ভবত শ্রেষ্ঠ সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খান। হারিয়ে যাওয়া অ্যালবামটি খুঁজে পাওয়ার পর আমরা ভীষণ আনন্দিত হয়েছি। এটি একটি দুর্দান্ত রেকর্ড।’
অ্যালবাম প্রসঙ্গে পিটার জানিয়েছেন, ‘চেইন অব লাইট অ্যালবামে চারটি কাওয়ালি রয়েছে। এর মধ্যে একটি কাওয়ালি আগে শোনেননি শ্রোতারা। এই অ্যালবামে নুসরাত ফতেহ আলী খানের সাথে ফররুখ ফতেহ আলী খানসহ আটজনের একটি দল কাজ করেছে।’
প্রসঙ্গত, নুসরাত ফতেহ আলী খানকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাওয়ালি সংগীতশিল্পী হিসেবে অভিহিত করেছিল নিউইয়র্ক টাইমস। ২০২৩ সালে রোলিং স্টোনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০০ সংগীতশিল্পীর তালিকাতেও ছিলেন তিনি।