আবারো ট্রলের মুখে পড়লেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রীকৃষ্ণের আরাধনা করতেই অভিনেত্রীকে আক্রমণ করলেন বেশকিছু নেটিজেন।
মুসলিম হয়েও কেন হিন্দুদের উৎসবে সামিল হলেন তিনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ। কেউ তাকে বললেন, ‘মুসলিম জাতির কলঙ্ক’, আবার কেউ প্রশ্ন তুললেন, ‘এত ঘটা করে ইদে তো দেখি না আপনাকে।‘
সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ছাইরঙা শাড়ি পরে পুজার ঘরে বসে আছেন নুসরাত। লাল কাপড়ে সাজানো কৃষ্ণ, পাশে দোলনা, সামনে ভোগের থালা।
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি, আর সেখানেই উঠে এল কুরুচিকর মন্তব্য। তবে নুসরাত তাতেও বেশ নির্লিপ্ততই রয়ে গেলেন।
আগেও সিঁদুর খেলায় সামিল হওয়া বা দশমীতে সিঁথিতে সিঁদুর পরা নিয়ে প্রচুর কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবু বারবারই নিজের মতো করে বাঁচা এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দেখানোর বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।