অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কর্মক্ষেত্রে যোগদানের পর তিনি কথা বলেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় ও নানান সমালোচনা নিয়ে।
মূলত ১০ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে ফারুকীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এরপর ১১ নভেম্বর ছিল নিজ কর্মক্ষেত্র সচিবালয়ে তার প্রথম কর্মদিবস। এদিন অফিশিয়ালি কাজ শুরু করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফারুকী।
এদিকে ফারুকীর উপদেষ্টা হওয়ার পর থেকে সাধারণ জনগণের একাংশ তাকে সানন্দে গ্রহণ করেছেন। আরেক অংশ আবার প্রশ্ন তুলছেন তার উপদেষ্টা হওয়ার যোগ্যতা নিয়ে। এছাড়াও এ পরিচালককে ‘মুজিব পন্থী’ হিসেবেও ট্যাগ দিচ্ছেন অনেকে। যার অন্যতম কারণ হিসেবে রয়েছে তার স্ত্রী তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করা।
এরপর নির্মাতা কথা বলেন শিল্পকলায় নাটক বন্ধের ব্যাপারে। ফারুকী বলেন, ‘বিষয়টি আমি জানি। আমি একটা কথা বলতে চাই, এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি। আগামীতে বাঁধার কারণ হয়ে দাঁড়াবেও না। তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে।’
ফারুকী যোগ করেন, ‘আমরা সবাই এটা জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে, এমন না যে শুধু সরকার পতন হয়েছে। এতে যদি জনগণ জয়ী না হতো তাহলে আজ এখানে থাকতাম না আমি, থাকতাম জেলে। এমনটা আমাদের অনেকের সঙ্গেই হতো। জুলাইতে যারা গণহত্যা চালিয়েছে, তাদেরও বিচার করবে সরকার। যারা এর সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদেরও বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে যদি বাঁচানোর জন্য ফিফথ হ্যান্ড অপরাধীরা বিশৃঙ্খলা করে, তাহলে তা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু হবে না।’
উল্লেখ্য যে, ১০ নভেম্বর ফারুকীর সাথে আরও দুইজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। তারা হলেন হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।