১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। মুক্তির আগে ১২ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফিল্ম আর্কাইভ দপ্তরের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখবেন। এতে উপস্থিত থাকবে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফিল্ম আর্কাইভের সূত্রে এ তথ্য জেনেছে চিত্রালী।
ইতিমধ্যে, ৯ অক্টোবর রাতে ‘মুজিব: দ্য মেকিং অফ অ্যা নেশন’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘কী কী জিনিস এনেছো দুলাল’ শিরোনামের গানটি। এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঊর্মি চৌধুরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন অদিতি বসু ও সানহিতি নাস্কার।
শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
সিনেমাটির সার্বিক প্রচারণার দ্বায়িত্বে আছে এশিয়াটিক পরিবার এবং ডিস্ট্রিবিউশন, প্রেসমিট ও প্রিমিয়ার আয়োজনের দ্বায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।