জমজ সন্তানের মা ও গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। সোশ্যাল মিডিয়ায় সরব এই অভিনেত্রী সম্প্রতি পুলিশের গু’লিতে নি’হ’ত শি’ক্ষা’র্থী মুগ্ধকে নিয়ে একটি পোস্টে জানিয়েছেন তার অভিব্যাক্তি।
৩০ জুলাই, মঙ্গলবার নিজের ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে ফরিদা ছন্দা লেখেন, ‘তুমি এক মানবতার ফেরিওয়ালা। আজ সকালে ইউটিউবে মুগ্ধকে দেখছিলাম আর শুনছিলাম পানি লাগবে পানি? পানি লাগবে পানি? পানি? শুনে অজান্তেই ঢোক গিললাম! শুকনো ঠেকলো! ঘামে ভেজা শরীর আর টিয়ারশেলের জ্বলুনিতে চোখ ঠিকমতো মেলতে পারছে না ছেলেটা! তবুও সকলের জন্য আকুতি করে যাচ্ছে! মুগ্ধ যা করেছে তা বিমুগ্ধ হওয়ার মতো নিঃসন্দেহে। সে এক অসাধারণ মানবতা। কিন্তু তার পনেরো মিনিট পর তার জীবনে যা ঘটে গেছে তা ভীষণ অমানবিক। হতাশার অন্ধকারে ক্রমশই ডুবিয়ে দিচ্ছে আমাকে। বিদীর্ণ হচ্ছে বুকের ভেতর! মুগ্ধর মা কীভাবে সইবে? এই হতাশার এই অন্ধকারের কারণ আমার কাছে একটু অন্যরকম।’
অভিনেত্রী ছন্দা আরও লেখেন, ‘মুগ্ধ যমজ ভাইয়ের এক ভাই! আরেক ভাই স্নিগ্ধ। আমি কষ্টে নীল হচ্ছি কারণ যমজ বাচ্চা জন্ম দেয়া, বড় করা যে কতোখানি কঠিন তা যমজের মায়েরাই ভালো জানেন। আমার যমজ আছে বলেই আমার কলিজায় এমনভাবে খোঁচাচ্ছে। স্নিগ্ধর কথা শুনতে শুনতে আমার কানে টাপুর-টুপুরের কথা বাজছিল। ওদের শরীর দুটো ভিন্ন কিন্তু মস্তিষ্ক, হৃদয়, বোধ, ভালোবাসা এতটাই এক হয় যে, একজনকে ছাড়া আরেকজন অস্তিত্বহীন।’
প্রচন্ড ক্ষোভ নিয়ে অভিনেত্রী লেখেন, ‘কেন মুগ্ধ কে ডিভাইডারের উপর থেকে কপালের ঠিক মাঝখানটায় বু’লে’টে’র আ’ঘা’ত নিয়ে বিলিয়ে দেয়া সেই পানি আর বিস্কুটের পলিথিন হাতে নিয়েই চোখ বড় করে বন্ধুর দিকে তাকিয়ে থাকতে থাকতে থুবরে পরতে হলো চির চেনা নিজের দেশের মাটিতে নিথর হয়ে! কি অন্যায়ের কারনে? কি ভাবছিল মুগ্ধ তখন!!ভাবছিল কি …. ‘আর হলো না মাকে দেখা, স্নিগ্ধ থাকা হলো না একসাথে ভাই! আর হলো না জানা আমার এই বু’লে’টের ফলাফল কি হলো? কে জানে আমার মতো আরও কতোজন মুখ থুবরে পরলো? কিংবা আমি আর পারলাম না! এই পানি, বিস্কুট ওদের কে দিস বন্ধু’ না জানি আরও কতো কি…….. কে মে’রে’ছে? কিভাবে মে’রে’ছে? দেখিনি, জানিনা কিন্ত যেই হোক তারও সন্তান থাকতে পারে, থাকতে পারে ভাই তবে কেন এই নারকীয়তা কেন নিজের মস্তিষ্কে, নিজের ভবিষ্যত কে নিজের হাতে গু’লি করা…….???? এটা হ’ত্যা নয় শুধু বরং যে গু’লি করলো তারও আ’ত্ম’হ’ত্যা। পারবে কি সে কোনদিন আয়নায় নিজের মুখ দেখতে? এই হ’ত্যা কোনদিন পিছু ছাড়বে না…..’